wapka বা অন্যান্য ফাইল হোস্টিং সাইট থেকে ডাউনলোড এর সময়য় স্পিড কম, এবং ডাউনলোড ঝামেলার সকল সমাধান নিন এই টিউনে।

ট্রিকবিডির সকল সদস্যরা আশা করি সবাই ভাল আছেন।

চলুন সরাসরি টিউনে চলে যাই।

wapka বা বর্তমানের অধিকাংশ ফাইল হোস্টিং সাইট গুলো ফ্রি। আর ফ্রি এর জন্যে সবাই ব্যবহার করে। তাই স্পীড কমে যায়। তাছাড়া ঐ সকল সাইটের মালিকরা ফ্রি সার্ভারের উপর কম গুরুত্ব দেন।

তাই স্বভাবতই কম স্পিড পাওয়া যায়।

কিন্তু বড় ফাইল বা তাড়াহুড়োর ক্ষেত্রে কম স্পিড একদম অসহ্য।

একরকম বিশ্বযুদ্ধ।

তাই নিয়ে এলাম এর সমাধান।

★★ প্রথমে এই লিংক থেকে সফটওয়্যারটি নামান।

(ডাউনলোড করার জন্য সেটের ডিফল্ট বা Uc ব্রাউজার ব্যবহার করুন। কোন Mini ব্রাউজার দিয়ে হবে না। Free Download  এ ক্লিক করে তারপর ক্যাপচা সংখ্যা দিন। টাইমার শেষ হলে Create Download Link এ ক্লিক করে ডাউনলোড করুন।)

★★ এটি একটি ব্রাউজার।  তাই এটা দিয়ে ব্রাউজিং করতে পারবেন। এর স্পিড ইউছি এর থেকেও বেশি।

★★ কোন ডাউনলোড লিংকে ক্লিক করলে নিচের স্ক্রিনশট এর মত আসবে।

★★এই পেইড ভার্সন টি ডাউনলোড না করলে স্ক্রিনশট এর মত আসবে না। তাই আপনাকে এই পেইড ভার্শন ডাউনলোড করতে হবে।


screenshot_2016-12-27-07-12-21

★★এখানে Google Drive অথবা একাউন্ট থাকলে Dropbox সিলেক্ট করুন।

★★ লগিন করা থাকলে পারমিশন চাইবে। গ্রান্ট করা দিন। দেখবেন কয়েক সেকেন্ড পর ডাউনলোড শেষ।

★★ যেহেতু গুগল ড্রাইভ বা ড্রপবক্স এর সার্ভার অত্যন্ত ভাল। তাই সেখান থেকে ডাউনলোড করার সময় কোন ঝামেলা হবে না।

★★ মুভি ডাউনলোড করার সময় হয়ত আপনার এমবি নাই তখন এই ভাবে ডাউনলোড করে রাখুন। পরে যখন তখন ডাউনলোড করতে পারবেন। ফাইল হারানোর ভয় নাই।

From my blog

★★Dangal মুভি ও ডেইলি ৩ ডলার আয়ের ট্রিক

সবাই ভাল থাকবেন।

Add a Comment